Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপ-সহকারী কৃষি কর্মকর্তা

রতিটি উপজেলায় একটি করে উপজেলা কৃষি অফিস রয়েছে। এই অফিস কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলা পর্যায়ে উপ-পরিচালক এবং অঞ্চলের অতিরিক্ত পরিচালকের অধীন পরিচালিত। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় একাধিক কৃষি অফিস আছে, যা “মেট্রো কৃষি অফিস” নামে পরিচিত।বর্তমানে এই অফিসটি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত।উপেজলা পরিষদ ভবন-2 এর , নীচতলায় পশ্চিম পাশ্র্বে  অফিসটির  অবস্থান।

উপজেলা কৃষি অফিস

মোড়েলগঞ্জ, বাগেরহাট।

ফোনঃ04656-65204